Exciting incident in my college life_Date-08.05.2020

     Writing in Bengali language :

        কলেজ লাইফের একটি রোমাঞ্চকর ঘটনা:      

  • আমার নাম সমীরণ চ্যাটার্জী। উত্তর কোলকাতার,ওয়েস্ট বেঙ্গল ,ইন্ডিয়া নিবাসী মধ্যবিত্ব বাঙালি পরিবারের ছেলে।এমনিতেই আমি খুব সাধারণ এবং চার্মিং ছেলে ছিলাম । হাসি ঠাট্টা ইয়ার্কি ফাজলামি আড্ডা মারতে খুব ভালোবাসি। যদিও পড়াশোনায় খুব ভাল না, তবে মোটেও খারাপ নয়। আমি পড়াশোনায় মাঝারি ছিলাম। আমি আমার ডিপ্লোমা অটোমোবাইলে  ইঞ্জিনিয়ারিং শেষ করে মহারাষ্ট্রে নাগপুরের কাছে একটি জায়গায় আমার higher education করতে যাই,মানে মেকানিকাল ইঞ্জিনীরিংএ গ্রাজুয়েট হতে যাই। লাইফে প্রথমবার বাইরে গেছি। কিছুই জানিনা, কিছুই বুঝিনা। এমনকি আমার রাষ্ট্রীয় ভাষা হিন্দিও ঠিক ভালো করে বলতে পারতামনা। তাই যারা অবাঙালি বন্ধু আছে তাদের সঙ্গে কথা বলতে গিয়ে খুব অসুবিধায়  পড়তে হয়েছিল। কিন্তু আমার সঙ্গে আমার এক কলকাতার বন্ধু শুভ ,মানে পুরো নাম শুভজিত  বসু ও ছিল। ধীরে ধীরে বন্ধুদের সাথে খুশিতে কাটতে লাগলো। আমরা আট বন্ধু ছিলাম খুব ঘণিষ্ঠ। এদের মধ্যে দুজন ছিল কাশ্মীরি ,দুজন ছিল মারাঠী,দুজন ছিল গুজরাটি, আর দুজন বাঙালি। মানে আমি আর শুভো। আমার বন্ধুদের নাম হলো Rahul,Varun,Biraj ,Lokesh,Mohan,Tushar,Subho আর আমি।   
  •  কিন্তু ২০০৫ সালে আমার সাথে একটা অদ্ভুৎ একটা ঘটনা ঘটে। মাসটা আমি কোনোদিন ভুলবো না। মাসটা মনে হয় অক্টোবর নভেম্বরে ছিলো সাল ২০০৫। প্রথমে হোস্টেলে থাকলে ও ভাড়া বাড়িতে আমরা তিন বন্ধু মিলে উঠি পড়াশুনার সুবিধার জন্য। টাকা কম থাকার জন্য শহর  থেকে একটু দূরে বাড়ি ভাড়া নিয়  তিন বন্ধু মিলে ।  কিন্তু একদিন রাতে বেলায় আমি এক পড়াশুনা করছিলাম। হটাৎ ৯ তা নাগাদ যখন খাবার খাবো জন্য বাইরে যাবো ভাবি তখন দরজা খুলতেই তিনটে লোকাল ছেলে ঘরে ঢুকে পড়লো। আর আমাকে বাজে গালি দিতে লাগলো। প্রথমে আমি তো বুঝে উঠতে পারিনি।পরে বুঝলাম এরা অন্য কোনো কারণে এসেছে। এই গ্যাংটা মোবাইল চুরি করতো। ওরা আমাকে জোরে পরপর ঘুসি মারতে লাগলো।একজনের হাথে ছিল sword নামক ধারালো অস্ত্র। একজন আমার জামার কলার ধরেছে,আরেকজন আমার পেতে sword টা ঠেকিয়ে রেখেছে। আর একজনতো আমাকে ঘুসি মেরেই যাচ্ছে।আমি চাইলে তাদেরকে উল্টো ঘুসি মারতে মারতাম। কিন্তু ওই যে মধ্যবিত্ত বাঙালি পরিবারের ছেলে,ক্যরিয়ার কথা ভেবে চুপ করে গেলাম। ছেলেগুলো আমার মোবাইল, ২০০ টাকা,একটা নামি কোম্পানির হেডফোন নিয়ে চলে গেল। আমি সঙ্গে সঙ্গে আমার বন্ধুদের ফোন করি,ওরা বাইরে গিয়েছিলো কাজে,ওরা চলে আসে সাথে।পরদিন পুলিশ স্টেশনে গিয়ে রিপোর্ট করলাম,আর একটা general diary করে এলাম। কিন্তু কিছুই হলো না। সেদিন রাতে সত্যি আমি একটু হলেও ভয় পেয়েছিলাম। এটাও একটা experience,তাই শেয়ার করলাম সবার সাথে।

                                         
আমাদের  ক্লাস রুম /Our Class Room

                                    



                                    আমাদের কলেজ লাইব্রেরি /Our College Library

        English Translation :-

          An exciting event in college life:

  • My name is Samiran Chatterjee. Son of a middle class Bengali family from North Kolkata, West Bengal, India. As such I was a very ordinary and charming boy.I love laughs, jokes, gossip with my friends. Although not very good at studying, but not bad at all. I was moderate at studying. After finishing my diploma in automobile engineering, I went to a place near Nagpur in Maharashtra to pursue my higher education, i.e. to graduate in mechanical engineering.Went out for the first time in my life. I don't know anything. Even I was not flawless to speak in Hindi language. So it was very difficult to conversation had with non-Bengali friends. But one of my friends from Calcutta was Subho, means his full name was Shubhojit Basu. Gradually began to cut happily with friends. We were eight close friends,Two of them were Kashmiri, two were Marathi, two were Gujarati, and two were Bengali.Bengali means myself and Subhojit, Name of my friends are Rahul, Varun, Biraj, Lokesh, Mohan,Tushar,Subho and me.
  • But in 2005 a strange thing happened to me. I will never forget the month.The month seems to have been October-November 2005. At first we stayed in a hostel and rented a house with three friends for the convenience of studying. We three friends rented in a house, a short distance from the city to save money. But one night I was studying. Suddenly at 9 o'clock, when I was thinking of going out to eat, three local boys entered the house as soon as I opened the door.And began to abuse me badly. At first I did not understand.Later I realized that they came for some other reason.This gang used to steal mobile phones.They started punching me hard. One of them had a sharp weapon called sword in his hand.One is holding the collar of my shirt, the other is holding the sword to get me and one of them is going to punch me. If I wanted, I would beat them upside down.But as you know I am belongs to middle class Bengali family, I kept quiet thinking about my career.The boys left with my mobile, Rs. 200, headphones of a branded company. I immediately called my friends, they went out to work, they came with me. The next day I went to the police station and reported, and came back with a general diary. But nothing happened. I was really scared that night. This is also an experience, so I shared it with everyone. Please read my blog daily based on your suitable time. Thanks........



                                          
                                                 
                                       


                                         



             

No comments:

Post a Comment

National Health ID-How to bring revolution in Indian health sector

National Health ID Prime Minister   Narendra Modi’s  announcement of a  national health ID  for every Indian while address...