In Bengali Language :
রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৯ তম জন্মদিন:
- গতকাল,৮ই মে,২০২০ ছিল নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। বাংলায় আমরা ২৫শে বৈশাখ বলি ,দিনটিকে আমরা প্রতিবছর বাঙালিরা ভালোভাবে রবীন্দ্র জয়ন্তী অথবা বসন্ত উৎসব পালন করে থাকি। কিন্তু আমরা এমন এক সমস্যার সম্মুখীন হলাম,যার জন্য সবাই ঘরে আজকে ঘরে বসেই বন্ধি জীবন কাটাচ্ছে। অফিস,কলেজ,স্কুল সব যেন এক মুহুর্ত্বে থিম গেছে। আশা করবো আর বেশি দিন যেন এই ভাবে আমাদের থাকতে না হয়। আবার নতুন করে চলবে সব কিছু আগের মতো। ঈশ্বরের কাছে একটাই প্রাথনা সবাইকে এই অজানা কঠিন ভাইরাস থেকে মুক্তি দিক,যার নাম হলো করোনা।ভালো থেকো পৃথিবী।
Translate in English language:
159th Birth Anniversary of Rabindranath Tagore:
- Yesterday, May 8, 2020 was the birthday of Nobel laureate Rabindranath Tagore. In Bengal we call it 25th Baishakh, a day we bengali peoples are celebrate Rabindra Jayanti or Basonto Utsab festival in every year. But we have faced a problem for which everyone is living a closed life at home today. Offices, colleges, schools all seem to have a theme in an instant. I hope we don't have to stay this way for long. Everything will be new again as before. The only prayer to God is to save everyone from this unknown difficult virus called Corona,Covid19. Be well people of the world.
|
বসন্ত উৎসব / Basanto Utsab |
No comments:
Post a Comment